এবিএনএ : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে তিন দিন ধরে পরিচালিত ‘অপারেশন টোয়াইলাইটের’ সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে সিলেটের জালালাবাদ সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত ব্রিফিংয়ে এই অভিযানের অানুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।
সেনা সদস্যরা সোমবারই জঙ্গিদের দমন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় জানিয়ে তিনি বলেন, সোমবারই জঙ্গিদের নিষ্ক্রিয় করতে সমর্থ হয় ‘অপারেশন টোয়াইলাইটে’ অংশ নেয়া সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়নের সদস্যরা। তবে ‘আতিয়া মহল’ জুড়ে জঙ্গিরা বিস্ফোরক ছড়িয়ে রাখায় পুরো ভবনটিই ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সদস্যরা মঙ্গলবার দিনভর ভবনটিতে তল্লাশি চালিয়ে বিস্ফোরক ও বোমাগুলো নিষ্ক্রিয় করে। এরপর বিকেলে ভবনটি পুলিশের তত্ত্বাবধানে ছেড়ে দেয়া হয়।
ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে (আতিয়া মহল) জঙ্গি শনাক্তের পর শুরু হওয়া অভিযান ‘অপারেশন টোয়াইলাইটের’ প্রথম লক্ষ্য ছিল জিম্মিদের উদ্ধার ও জঙ্গিদের নির্মূল করা। এ দুটি লক্ষ্যই পুরোপুরি অর্জন করা সম্ভব হয়েছে।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন এ সেনা কর্মকর্তা।
এদিকে, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন জানান, বিকেলে ৫টার দিকে ‘আতিয়া মহল’ পুলিশের তত্ত্বাবধানে ছেড়ে দেয়া হয়েছে। সুইসাইডাল লাগানো দুই জঙ্গির লাশ এখনও সেখানে রয়েছে। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এগুলো নিষ্ক্রিয় করার পর বুধবার নাগাদ লাশগুলো সরানো হতে পারে।
গত বৃহস্পতিবার গভীর রাতে জঙ্গি আস্তানা সন্দেহে শিববাড়ি পাঠানপাড়ার ওই ভবন ঘিরে ফেলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। পরে তাদের সঙ্গে যোগ দেয় সোয়াট ও সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন। শনিবার সকালে শুরু হয় অভিযান।
Share this content: