বিনোদন

‘বেওয়াচ’-এর দ্বিতীয় ট্রেলারে প্রিয়াঙ্কার দাপট!

এবিএনএ : একের পর এক চমক দিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি ‘গোল্ডেন গ্লোব’-এর পুরস্কার মঞ্চে উপস্থাপকের ভূমিকাতেও তাকে দেখা গেছে। ‘পিগি চপসের’ ভক্তদের জন্য ফের সুখবর! ‘বেওয়াচ’-এর দ্বিতীয় ট্রেলারে দেখা গেল প্রিয়াঙ্কার দাপুটে উপস্থিতি।

‘বেওয়াচ’ প্রিয়াঙ্কার প্রথম হলিউডি ছবি। কিন্তু এর প্রথম পোস্টার বা টিজারে তেমন বলিষ্ঠভাবে নজরে আসেননি তিনি। ডোয়াইন জনসন ও আলেকজান্ডার দাদারিওর উপস্থিতি যথেষ্ট উত্তাপ ছড়ালেও দুই মিনিটের প্রথম ট্রেলারে প্রিয়াঙ্কাকে দেখা গেছে সেকেন্ডেরও কম সময়।
এতে বেজায় হতাশ হন প্রিয়াঙ্কার অসংখ্য ভক্ত। মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় হয় প্রচুর সমালোচনাও।
'বেওয়াচ'-এর দ্বিতীয় ট্রেলারে প্রিয়াঙ্কার দাপট! (ভিডিওসহ)

‘বেওয়াচ’-এর দ্বিতীয় ট্রেলারে প্রিয়াঙ্কা

স্যাথ গর্ডন পরিচালিত ছবিটির মূল ভিলেন হিসেবে প্রিয়াঙ্কা চোপড়াকে সামনে এনেছে দ্বিতীয় ট্রেলার। অবশ্য ভক্তদের প্রিয়াঙ্কা আগেই ভরসা দিয়েছিলেন, আগামী দিনে তাকে আরও বেশিই দেখা যাবে।

একটি নাইট ক্লাবের মালকিন ‘ভিক্টোরিয়া লিডসের’ ভূমিকায় প্রিয়াঙ্কাকে দেখা যাবে ছবিতে। দেড় মিনিটের এবারের ট্রেলারটি হয়তো বেশ ভালোই লাগবে তার ভক্তদের! কমেডি-অ্যাকশন ঘরানার ছবিটি মুক্তি পাবে আসছে ২৬ মে।

Share this content:

Back to top button