জাতীয়বাংলাদেশলিড নিউজ

বিদেশি পর্যবেক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

এবিএনএ: বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদেরকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশসহ সার্বিক বিষয়ে অবহিত করতে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন করবেন তিনি। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

তিনি বলেন, ‘আজকে বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা এবং চতুর্থবারের মতো যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আশায় আছেন শেখ হাসিনা। তিনি বিদেশি যেসব সংবাদকর্মী ও পর্যবেক্ষকবৃন্দ এসেছেন তাদের উদ্দেশে সংবাদ সম্মেলন করবেন। তাদের শুভেচ্ছা জানাবেন।’ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন। তবে সংবাদ সম্মেলনটির স্থান জানানো হয়নি।

Share this content:

Related Articles

Back to top button