বাংলাদেশরাজনীতিলিড নিউজ

বিএনপির জনরায়কে মেনে নেওয়া উচিত: ওবায়দুল কাদের

এবিএনএ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গতবার বিএনপি নির্বাচন বয়কট করেছিল। এবার তারা অংশ নিয়ে যারা ইলেকটেড হয়েছেন তারা শপথ নেবেন না, তাহলে এটা কী জনরায়কে অসম্মান করা হয় না। আমি মনে করি তাদের জনরায়কে মেনে নেওয়া উচিত। আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখন তাদের উচিৎ সংসদে এসে জনগণের কথা বলা। তাদের উচিৎ জনগণের রায়কে শ্রদ্ধা জানানো। ওই সাতজন সংখ্যায় কম হলেও তাদের কণ্ঠস্বর তো অনেক বড়।

ওবায়দুল কাদের বলেন, সংসদের বিরোধী দলে গতবার যারা ছিল তারা তো আছেই। এ ছাড়া বিএনপি-ঐক্যফ্রন্ট থেকে আরো সাতজন আছেন। তাদের ভিন্ন কোনো সিদ্ধান্ত আছে কি না তা তো জানা নেই। যা হবে ১০ জানুয়ারির মধ্যে জানা যাবে।

এবার মন্ত্রিসভার আকার বিষয়ে তিনি বলেন, সেটা আমি এ মুহূর্তে বলতে পারছি না। বাড়তেও পারে। প্রথমে একবারে বাড়বে সেটাও তো বলা যাচ্ছে না। কেবিনেটে তো প্রথম কিছু হওয়ার পর, পরে সম্প্রসারিত হয়। এখন প্রথম কীভাবে করবেন তা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি সেটা করবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতি হলো জোয়ার-ভাটার মতো। জোয়ার সবসময় থাকে না। আওয়ামী লীগের জোয়ার যে সবসময় থাকবে এমনটি ভাবার কারণ নেই। তবে আওয়ামী লীগে জোয়ার থাকবে, না ভাটা থাকবে তা নির্ভর করবে আমাদের কর্মকাণ্ডের ওপর।

Share this content:

Back to top button