বাংলাদেশরাজনীতিলিড নিউজ

বাগেরহাট-৪ আসনে আওয়ামীলীগ বিজয়ের জন্য সকল গ্রুপিং অবসান: এক প্লাট ফর্মে নেতাকর্মীরা

এবিএনএ: বাগেরহাট-৪, আসনে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের বিজয়ের জন্য সকল গ্রুপিং আবসান করে নেতাকর্মীরা এক প্লাট ফর্মে অবস্থান নিয়েছে।

আজ বুধবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোরেলগঞ্জ-শরণখোলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. মোজাম্মেল হোসেন দু উপজেলার সহকারি রিটার্নিং অফিসার মো. কামরুজ্জামান ও লিংকন বিশ্বাসের কার্যলয়ে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকাল ১০টায় প্রথমে শরণখোলা উপজেলায় ও দুপুর ১২টায় মোরেলগঞ্জ উপজেলায় এ মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, মোরেলগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. আমিরুল আলম মিলন, আ.লীগের কেন্দ্রীয় উপ কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য এমআর জামিল হোসাইন, কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক মিজানুর রহমান জনি, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, শরণখোলা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন, মোরেলগঞ্জ উপজেলা আ.লীগের সহ সভাপতি অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, শরণখোলা আ.লীগ নেতা জাহাঙ্গীর কবির বাবুল, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এম এ খালেক খান, শাহ আলম হাওলাদার, আ.লীগ নেতা রফিকুল ইসলাম কালাম, ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, আসাদুজ্জামান মিলন, জাহাঙ্গীর আলম বাদশা, মিজানুর রহমান বাবুল, মাষ্টার আবুল খায়ের, মো. আকরামুজ্জামান, ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, যুবলীগ নেতা মোজাম্মেল হক মোজাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। আ.লীগের এ প্রার্থীকে ফুলের শুভেচ্ছা দিতে আসা নেতাকর্মীদের উদ্যেশে ডা. মোজাম্মেল হোসেন বলেন, এ অ লের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকে সবাইকে আরো একবার ভোট দিতে হবে। এখন আর কোন গ্রুপিং নয়। নৌকার বিজয়ের জন্য সকলে একমে কোমর বেধে কাজ করতে হবে।

Share this content:

Back to top button