এবিএনএ : ইরাকের রাজধানী বাগদাদে পুলিশের একটি চেকপয়েন্টে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার প্রতিবেদনে বলা হয়, বাগদাদের দক্ষিণে বিস্ফোরক ভর্তি একটি তেল বোঝাই ট্যাংকারের বিস্ফোরণ ঘটালে আরও ৪০ জন আহত হয়।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলায় দায় স্বীকার করেনি। তবে ইসলামিক স্টেট (আইএস) সম্প্রতি ইরাকে এ ধরনের বেশ কয়েকটি আত্মঘাতী হামলা চালিয়েছে।
ইরাকে আইএসের সর্বেশেষ ঘাঁটি মসুল শহর পুনরুদ্ধারে ইরাকি বাহিনী বড় ধরনের অভিযান শুরু করার পর জঙ্গিগোষ্ঠীটি ফের দেশটির বিভিন্ন জায়গায় আত্মঘাতী হামলা চালানো শুরু করে। বুধবারের হামলাটিও সেই ধারাবাহিকার অংশ বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলা ও সামরিক পরামর্শকদের সমর্থনে ইরাকি বাহিনী মসুল শহরের অধিকাংশ ও এর আশপাশের অনেক এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।
Share this content: