জাতীয়বাংলাদেশলিড নিউজ

বাংলাদেশের স্বার্থ বিক্রি করব এটা হতে পারে না: শেখ হাসিনা

এবিএনএ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের নয়, আমদানিকৃত লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ভারতের রপ্তানি করা হবে। তিনি বলেন, বাংলাদেশের কোনো স্বার্থ শেখ হাসিনা বিক্রি করবে এটা হতে পারে না।

বুধবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্যাস রপ্তানি নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগদানের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করেন। পরে বিশ্ব অর্থনীতি ফোরামের ভারত অর্থনৈতিক সম্মেলনে যোগদানের উদ্দেশে গত ৩ থেকে ৬ অক্টোবর ৪ দিনের সফরে নয়াদিল্লি যান।

Share this content:

Related Articles

Back to top button