জাতীয়বাংলাদেশলিড নিউজ

বাংলাদেশে নাগরিকদের জন্য ফের ভ্রমণ সতর্কতা ব্রিটেনের

এবিএনএ : বাংলাদেশে নিজেদের নাগরিকদের জন্য আবারো ভ্রমণ সতর্কতা জারি করেছে ব্রিটেন। ঢাকায় অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার সময় দেশটির নাগরিকদের সতর্ক হয়ে চলাচল করতে বলা হয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়-ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের (এফসিও) জারি করা সতর্ক বার্তায় আরো বলা হয়েছে, এখনো আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট (একিউআইএস)-এর সঙ্গে সম্পৃক্ত গ্রুপ সক্রিয় রয়েছে। এর আগের সন্ত্রাসী হামলাগুলোর প্রেক্ষিতে বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারীরা উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা বিশেষ করে পশ্চিমা দেশের নাগরিকরা এই সন্ত্রাসী হামলার সরাসরি টার্গেট। সম্ভাব্য হামলার ধরন হতে পারে নির্বিচারে, বিদেশিদের ওপর। জনাকীর্ণ এলাকায় বিশেষ করে পশ্চিমারা জড়ো হয় এমন জায়গায় হামলার ঝুঁকি বেশি।

Share this content:

Related Articles

Back to top button