এবিএনএ: সাইফুদ্দিন দুর্দান্ত শুরুটা করেছিলেন ইনিংসের প্রথম বলেই। দুর্দান্ত ডেলিভারিতে রহমতউল্লাহ গুরবাজকে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠান। ব্যক্তিগত দ্বিতীয় ওভারেই নাজিব তারাকানকে সাব্বিরের ক্যাচে পরিণত করেন। আসগর আফগানকে ফের সাব্বিরের ক্যাচের পরিণত করেন তিনি। এরপরই গুলবাদিন নাইবের উইকেট উড়িয়ে ফের আঘাত সাইফের। মাঝে সাকিব নেন দুটি উইকেট।
চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলছে উভয় দল। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। দু’দলই তাদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছে। তাই এই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবে। সেই মিশনে দু’দলই প্রথম ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে।
বাংলাদেশের জন্য এটি ঘুরে দাঁড়ানোর মিশন। কারণ চলতি সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলে আফগানিস্তান। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথম সাক্ষাতেই বাংলাদেশকে হারিয়ে দেয় তারা। তাই আজকের ম্যাচ জিতে টেস্টে হারের ক্ষত কিছুটা হলেও মুছতে চাইবে সাকিব বাহিনী।
Share this content: