আন্তর্জাতিকলিড নিউজ

ফ্রান্সে ভবন ধসে নিহত ৮

এবিএনএ: ফ্রান্সের দক্ষিণাঞ্চলের মার্সেলে শহরে দুটি ভবন ধসে অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার ধসে পড়া ভবনের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। বন্দর নগরী মার্সেলের ওই দুটি ভবন সোমবার সকালের দিকে আচমকাই ধসে পড়ে। উদ্ধারকারীরা ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়া বাসিন্দাদের উদ্ধারে রাতভর অভিযান পরিচালনা করেন। পরে মঙ্গলবার একজনের মরদেহ উদ্ধার করা হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফি ক্যাস্টানার বলেছেন, ভবন দুটির অন্তত ৫ থেকে ৮ বাসিন্দা এখনো নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ চাপা পড়াদের অবস্থান শনাক্তে কাজ করছে। ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে ক্যাস্টানার বলেন, এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জীবন বাঁচানো। প্রথম দফায় উদ্ধার অভিযান পরিচালনা করার সময় আমরা ধ্বংসস্তুপের ওপরে কিছু ফাঁকা গর্ত পেয়েছে। আর এ থেকে আশা করছি, হয়তো কাউকে জীবিত উদ্ধার করা যেতে পারে। মার্সেলের প্রসিকিউটর জাভিয়ার তারাবেক্স বলেছেন, ধ্বংসাবশেষের নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

Share this content:

Related Articles

Back to top button