
এবিএনএ : ফেসবুকে শ্বেতাঙ্গদের গালি দিয়ে নিষিদ্ধ হয়েছেন আমেরিকার র্যাপ সঙ্গীতশিল্পী লিল বি। তাকে ফেসবুক এক মাসের জন্য নিষিদ্ধের ঘোষণা দিয়েছে।
এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে র্যাপার লিল বি ইতিমধ্যেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু ফেসবুকের বক্তব্য, তিনি এমন অনেক কিছু পোস্ট করেছিলেন যা তাদের হেইট স্পিচ সংক্রান্ত নীতিমালার পরিষ্কার লঙ্ঘন।
তার দুটি পোস্ট প্রকাশ করেছে আন্তর্জাতিক কিছু গণমাধ্যম। পোস্ট দুটি হলো— ‘‘শ্বেতাঙ্গরাই একমাত্র নিজেদের বন্দুককে খুব ভালবাসে – ফলে বোঝাই যায় কারা সহিংস মানুষজন। আমি ভয়ে ভয়ে থাকি না – তাই আমার বন্দুকও লাগে না – লিল বি’’।
দ্বিতীয় পোস্টটি ছিল : ‘‘শ্বেতাঙ্গরা এত ভিতু বলেই বন্দুক নিয়ে এত সমস্যা। ওরা যদি বন্দুক নামিয়ে রাখত তাহলে আমরা সবাই নিশ্চিন্ত হতাম। কিন্তু না, ওরা সহিংস – লিল বি’’।
২০১৪ সালেও র্যাপার লিল বি-কে অনুরূপ নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়েছিল।
Share this content: