জাতীয়বাংলাদেশলিড নিউজ

ফিরে গেলেন আরও ৩০১ মার্কিন নাগরিক

এবিএনএ : করোনাভাইরাসের সংক্রমণের পরিপ্রেক্ষিতে ঢাকা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের আরও ৩০১ নাগরিক। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে যুক্তরাষ্ট্রের ওমনি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ওয়াশিংটনের উদ্দেশ্যে উড্ডয়ন করেন।

করোনাভাইরাসের সংক্রমণের পর থেকে এ নিয়ে চার দফায় এক হাজার ২২০ মার্কিন নাগরিক ঢাকা ছাড়লেন। কূটনীতিক সূত্রে জানা গেছে, মার্কিন নাগরিকদের বহনকারী চতুর্থ বিশেষ ফ্লাইটটি মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ছাড়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেটি বাংলাদেশ ছাড়তে দেরি করে। এর আগে ১৩ এপ্রিল ৩২৮, ৫ এপ্রিল ৩২২ ও ৩০ মার্চ ২৬৯ মার্কিন নাগরিক নিজেদের দেশে ফিরে যান।

Share this content:

Related Articles

Back to top button