বিনোদন

প্রিয়াংকার গোপন অভিসারের ছবি ভাইরাল!

এবিএনএ : বলিউডে নিজের আসন পাকা করেছেন অনেক আগেই। এখন ব্যস্ত হলিউডে নিজের আসন পাকা করার কাজে। তিনি প্রিয়াংকা চোপড়া।

আমেরিকার বিখ্যাত টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকা’র প্রথম সিজনে অভিনয় করে এরই মধ্যে ব্যাপক আলোচনায় চলে এসেছেন পিগি চপস। অভিনয় করেছেন হলিউডের সিনেমাতেও।

আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। তবে এরই মধ্যে ‘কোয়ান্টিকা’র সিজন ২ এর শুটিং চলছে। সিজন ২-এ সহ অভিনেতা জেক ম্যাকলাফলিনের সঙ্গে কিছু দৃশ্য ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

প্রিয়াংকা-জেকের অন স্ক্রিন কেমিস্ট্রি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। কিন্তু এ বার দু’জনে ধরা পড়লেন ‘অফ ডিউটি’তে। দু’জনকে একসঙ্গে দেখা গেছে একটি অচেনা এলাকায়, জঙ্গলে। ঠিক কী কারণে ওরা জঙ্গলে গিয়েছিলেন তা এখনও জানা যায়নি। তবে ‘কোয়ান্টিকো’র  প্যারিশ আর বুথ ক্যামেরায় ধরা পড়েছেন বেশ খোশমেজাজেই। মার্কিন মুলুকে ব্যাপক চর্চিত এই জুটির সদ্য প্রকাশিত এই ‘অরণ্য অভিসার’-এর ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Share this content:

Back to top button