আন্তর্জাতিকলিড নিউজ

প্রথম বারের মতো ম্যারাথনে সৌদি নারীরা

এবিএনএ : সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রথম মহিলা ম্যারাথন প্রতিযোগিতা। এতে প্রায় দেড় হাজার নারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শনিবার দেশের পূর্ব প্রদেশ আল-আহসায় অনুষ্ঠিত হল তিন কিলোমিটার ব্যাপী ‘আল-আহসা রান্‌স’ ম্যারাথন প্রতিযোগিতা। স্থানীয় সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, প্রায় ১৫০০ নারী ম্যারাথন প্রতিযোগিতায অংশগ্রহণ করেন। বিভিন্ন দেশের পেশাদার, অপেশাদার, বয়স্কা এবং তরুণী– সব বয়সী নারীই দৌড়ে অংশগ্রহণ করেন।
জানা গেছে, ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেন সৌদি আরবের মিজনা আল-নাসার। মাত্র ১৫ মিনিটে প্রতিদ্বন্দ্বীদের অনেক পিছনে ফেলে তিনি দৌড় শেষ করেন। প্রতিযোগিতার স্পনসর ছিল সৌদি সরকারের ক্রীড়া মন্ত্রণালয়, আল-মাসুদা হাসপাতাল এবং আল-আহসা পুর নিগম।

Share this content:

Back to top button