বাংলাদেশরাজনীতিলিড নিউজ

পুলিশি বাধায় হেঁটেই আদালতে গেলেন ফখরুল-খসরু-মোশাররফ

এবিএনএ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘিরে তার গাড়িবহরের সঙ্গে যাওয়ার পথে বাধার মুখে পড়েছেন দলটির মহাসচিবসহ তিন নেতা। পরে তারা পায়ে হেঁটেই আদালেতের উদ্দেশে রওনা দেন। বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে রাজধানীর কদমফোয়ারা মোড়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় তাদের পথ আটকে দেয় পুলিশ। এ সময় প্রেসক্লাব মোড়ে গাড়ি রেখে হেঁটে আদালত প্রাঙ্গণের দিকে যেতে শুরু করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবেন আজ।

Share this content:

Related Articles

Back to top button