
এ বি এন এ : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পোস্টার লাগানোর সময় পাবনা সদরে আবদুর রহিম (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গয়েশপুরে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান। নিহত আবদুর রহিম গয়েশপুর গ্রামের জামসেদ মোল্লার ছেলে এবং গয়েশপুর ইউনিয়নের সদস্য পদপ্রার্থী আমজাদ মোল্লার ভাতিজা।
ওসি বলেন, “সকালে আমজাদ মোল্লার পক্ষে ভোটের পোস্টার লাগাচ্ছিলেন রহিমসহ কয়েকজন যুবক। এ সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই রহিমের মৃত্যু হয়।”
Share this content: