খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এবিএনএ : চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে টিম টাইগার। এজবাস্টনে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় ম্যাচটি মাঠে গড়াবে। মূল পর্বে বাংলাদেশ ‘এ’ গ্রুপে এবং পাকিস্তান ‘বি’ গ্রুপে পড়ায় প্রথম পর্বে দেখা হওয়ার সুযোগ নেই। এই আসরের পর আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও তা থেকে পিছিয়ে এসেছে পাকিস্তান। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৩০ মে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে টিম টাইগার।

ওয়ানডেতে পরস্পর ৩৫ সাক্ষাতে পাকিস্তানের বিপক্ষে ৩১ হারের বিপরীতে ৪ বার জয় দেখেছে বাংলাদেশ। তবে সর্বশেষ পরিসংখ্যানটা টাইগারদের জন্য প্রেরণাদায়ক। ২০১৫ সালে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজে ৩-০ ব্যবধানে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবায় বাংলাদেশ। ওই সিরিজে ৪টি সেঞ্চুরি আসে। প্রথম ২ ওয়ানডেতে টানা ২ সেঞ্চুরি (১৩২ ও ১১৬)  হাঁকান দেশসেরা ওপেনার তামিম ইকবাল। প্রথম ওয়ানডেতে মুশফিক ১০৫ ও শেষ ম্যাচে ১২৭ রানের ইনিংস খেলেন বাংলাদেশের অপর ওপেনার সৌম্য সরকার। সদ্য ত্রিদেশীয় সিরিজে টানা ২ ম্যাচে ফিফটি হাঁকিয়ে আইসিসির ওয়ানডে ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা ২৭তম স্থানে উঠে এসেছেন সৌম্য।

বড় আসরে পা রাখার আগে ত্রিদেশীয় সিরিজে ভালোই প্রস্তুতি সেরেছে টাইগাররা। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয় নিয়ে আত্মবিশ্বাসটা তুঙ্গে মাশরাফি বাহিনীর। ২৭১ রানের টার্গেটে ৫ উইকেটের জয় নিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কাকে সরিয়ে ৬ষ্ঠ স্থানে উঠে আসে বাংলাদেশ। এর মাধ্যমে দেশের বাইরে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে খেলবে কিউইরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংলিশ কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে সাসেক্সে ১০ দিনের ক্যাম্প করে বাংলাদেশ দল। এরপর তারা আয়ারল্যান্ডের মাটিতে পা রাখে।

Share this content:

Related Articles

Back to top button