বিনোদন

পাকিস্তানি সেলিব্রেটিদের ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

এ বি এন এ : উরিতে ভারতীয় সেনা ক্যাম্পে হামলার জেরে বিপাকে পড়েছেন বলিউডের পাকিস্তানি সেলিব্রেটিরা। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের ভারত ছেড়ে দেয়ার সময়সীমা বেঁধে দিয়েছে মহারাষ্ট্র নব নির্মাণ সেনা। এই তালিকায় আছেন ফাওয়াদ খান, মাহিরা খানের মতো জনপ্রিয় অভিনয়শিল্পী, গায়ক আতিফ ইসলাম, গায়ক-অভিনেতা আলি জাফর প্রমুখ।

নব নির্মাণ সেনার সিনেমা ওয়ার্কার্স ইউনিটের প্রধান অময় খোপকার বলেছেন, আমরা পাকিস্তানি তারকাদের ভারত ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছি। তারপর তাদের দেশ থেকে ঠেলে বের করে দেয়া হবে। পাকিস্তানের তারকারা ভারত না ছাড়লে যে কোনো জায়গায় তাদের ওপর হামলা হতে পারে। তারা বেধড়ক মারও খাবেন।

এর আগে শিবসেনার হুমকিতে মুম্বাইতে গজল সম্রাট গুলাম আলির কনসার্ট বাতিল করা হয়। এমএনএসের হুমকির পর পাকিস্তানি সেলিব্রেটিদের নিরাপত্তায় প্রশাসন কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার।

Share this content:

Back to top button