খেলাধুলালিড নিউজ

পর্ণতারকাকে মারধর করলেন ক্রিকেট কিংবদন্তী শেন ওয়ার্ন

এবিএনএ : ‘আপনি বিখ্যাত, তার মানে এই না যে আপনি একজন নারীকে মারধর করতে পারেন। ‘ ৩০ বছর বয়সী ভ্যালেরি ফক্স নিজের টুইটারে এমনটাই লিখেছেন। ভ্যালেরি নিজের মুখের একটি ছবিও শেয়ার করেছেন। আঘাত করার পর তা কালো হয়ে আছে। তাকে মেরেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তী শেন ওয়ার্ন!

গত শুক্রবার রাতে মধ্য লন্ডনের মেফেয়ারে একটি নাইটক্লাবে পর্নতারকা ভ্যালেরির সঙ্গে তর্কে জড়ান শেন ওয়ার্ন (৪৮)। তবে এটি এখনো পরিস্কার নয় যে, তার একসঙ্গে নাইটক্লাবে গিয়েছিলেন নাকি তাদের সেখানেই দেখা হয়েছিল। তর্কের একপর্যায়ে ভ্যালেরিকে মারধর করে ক্লাব থেকে বেরিয়ে যান ওয়ার্ন। এ নিয়ে তদন্ত চলছে।

এ নিয়ে বেশ কয়েকটি টুইট করেছেন ভ্যালেরি। শেন ওয়ার্নের নাম উল্লেখ না করে তিনি লিখেছেন, ‘একজন নারীকে আঘাত করে আপনি কী গর্বিত বোধ করছেন? অসভ্য প্রাণী।

Share this content:

Back to top button