আমেরিকালিড নিউজ

নিউইয়র্কে হামলায় প্রবাসী বাংলাদেশিদের উদ্বেগ-ধিক্কার

এবিএনএ : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্যস্ততম বাস টার্মিনালে বোমা হামলার অভিযোগে গ্রেপ্তারকৃত বাংলাদেশের নাগরিক আকায়েদ উল্লাহর প্রতি ধিক্কার জানিয়েছেন প্রবাসীরা। একই সঙ্গে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা।নিউইয়র্ক অঙ্গরাজ্য পার্লামেন্টের সদস্য (এ্যাসেম্বলীম্যান) ডেভিড ওয়েপ্রিন বলেছেন, আকায়েদের সন্ত্রাসী কর্মের দায় জাতিগতভাবে বাংলাদেশিরা কখনোই নিতে পারে না। সন্ত্রাসীর কোন জাত, ধর্ম বা গোষ্ঠি পরিচয় নেই। ওরা সন্ত্রাসী, মানবতা ও সভ্যতার শত্রু।

কুইন্স ডিস্ট্রিক্ট ডেমক্র্যাটিক পার্টির লিডার এটর্নি মঈন চৌধুরী বলেছেন, আকায়েদ উল্লাহ্’র প্রতি সংঘবদ্ধভাবে ঘৃণা প্রদর্শন করতে হবে। ওরা বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করতে পারে না এবং  মানবতার শত্রু হিসেবে চিহ্নিত হয়েই থাকবে।গতকাল সোমবার ম্যানহাটনে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে বাস স্টেশনে যাতায়াতের ভূগর্ভস্থ পথে বোমা হামলার ঘটনায় আকায়েদ উল্লাহ্’কে আহত অবস্তায় গ্রেপ্তার করা হয়।এদিকে ২০১১ সালে পারিবারিক কোটায় অভিবাসন ভিসায় পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসা আকায়েদ উল্লাহ্’র কারণে সকল মিডিয়ায় ‘বাংলাদেশ’ নাম উচ্চারিত হচ্ছে। ফলে অসহায় প্রবাসীদের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চাল ঘটেছে।গতকাল নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত ৩ শতাধিক বাংলাদেশি অফিসারের সংগঠন বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের ( বাপার) উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।জ্যাকসন হাইটসের এক মিলনায়তনে বাপার প্রেসিডেন্ট লে. শামসুল হক জানান, সকল ধর্ম, বর্ণ এবং জাতিগোষ্ঠির মধ্যেই কিছু দুষ্ট লোক রয়েছে। সেজন্যে ওই সম্প্রদায়ের সকলকে ‘দুষ্ট’ হিসেবে মনে করার কোন কারণ থাকতে পারে না। এ জন্য সকলকে সতর্কতার সঙ্গে স্বাভাবিক জীবন-যাপন অব্যাহত রাখতে বলেন তিনি।বাপার সেক্রেটারি হুমায়ূন কবীর বলেন, আকায়েদ উল্লাহ দোষ করে থাকলে প্রচলিত আইন অনুযায়ী তার কঠোর শাস্তি হবে। আকায়েদের মত দুষ্টদের সম্পর্কে কোন তথ্য থাকলে সঙ্গে সঙ্গে নিকটস্থ পুলিশ স্টেশন অথবা সিটির হটলাইনে জানানোর জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।সংবাদ সম্মেলনে বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের সভাপতি কামাল আহমেদ বলেন, সন্ত্রসী কর্মকাণ্ডে লিপ্ত কোন ব্যক্তি আমাদের সমর্থন কখনো পাবে না। আমরা সব সময় ওদের প্রত্যাখান করেছি। আকায়েদের বিরুদ্ধে তদন্ত চলছে, সে যদি সত্যিকার অর্থেই অপরাধী হয় তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ইশরাত সামী, মাজেদা এ উদ্দিন, রুহুল আমিন সিদ্দিক, ময়নুল ইসলাম, তারেক হাসান খান, আব্দুর রহিম হওলাদার, আব্দুল হাই জিয়া, কামাল ভূইয়া, সিটি মেয়রের প্রতিনিধি ড. সারা সাঈদ, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ প্রমুখ।এদিকে এমন সন্ত্রাসীকাণ্ডের পরিপ্রেক্ষিতে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সদর দপ্তরের উদ্ধৃতি দিয়ে কম্যুউনিটি লিডার কাজী আজম জানান, আকায়েদ উল্লাহ্’র আচরণের পরিপেক্ষিতে কেউ যদি কোন বাংলাদেশির সঙ্গে অশোভন আচরণ করেন তবে হট লাইনে ফোন করে জানানো হয়। পুলিশের হটলাইন : ১-৮০০-৬৯২-৭২৩৩।

Share this content:

Back to top button