আমেরিকালিড নিউজ

নিউ ইয়র্কে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি

এবিএনএ: একাত্তরে প্রাণ বিসর্জন দেওয়া শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট, উত্তর আমেরিকা শাখা’।

আগামী বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে হাটবাজার মিলনায়তনে এ উপলক্ষে ট্রাফিক পেন্টিং, লাল-অন্ধকারের ম্যুরাল ও গণসঙ্গীতের আয়োজন করেছে সংগঠনটি।

আয়োজক সংগঠনের সভাপতি মিথুন আহমেদ বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের আত্মকথনের ‘রূপান্তরের স্বগতোক্তি’ ছাড়াও থাকবে একাত্তরের যুদ্ধদিনের কথা ‘স্মৃতিচিহ্নের একাত্তর’ শিরোনামে আলোচনা। দিবসটি স্মরণে একটি ঘোষণাপত্র পড়ার পর দিবসের প্রথম প্রহরে শুরু হবে জ্যাকসন হাইটসের রাস্তায় প্রদীপ শোকযাত্রা।” মিথুন জানান, সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার ২০ বছর পূর্তি উপলক্ষে আগামী শুক্রবার রাতে জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে আরেকটি অনুষ্ঠান হবে। ‘সত্ত্বার খনন’ শিরোনামে চিত্র প্রদর্শনী ছাড়াও এতে থাকবে একক আবৃত্তি ও সঙ্গীত।

Share this content:

Back to top button