আমেরিকা

নারী সহকর্মীদের নগ্ন ছবি : তদন্তে পেন্টাগন

এবিএনএ : নারী সহকর্মীদের নগ্ন ছবি ফেসবুকের একটি সিক্রেট গ্রুপে শেয়ার করছিল মার্কিন আর্মড ফোর্সের সদস্যরা। আর বিষয়টি জানাজানি হওয়ার পর এ বিষয়ে বর্তমানে তদন্ত করছে পেন্টাগন। ডিফেন্স সেক্রেটারি জেমস মেটিস জানান, এ বিষয়ে সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মার্কিন নৌ বাহিনীর পুরুষ সহকর্মীরা তার নারী সহকর্মীদের নগ্ন ছবি ফেসবুকের ইউএস মেরিন নামের সিক্রেট গ্রুপে পোস্ট করে। আর তারপর বিষয়টি দ্রুত জানাজানি হয়ে যায়।

এই বিষয়টি সম্পর্কে তখন সরাসরি অভিযোগ দাখিল করে মাত্র ১০ জন নারী সদস্য। সেই সঙ্গে বন্ধ করে দেয়া হয় ৩০ হাজার সদস্য বিশিষ্ট এই সিক্রেট গ্রুপটি। এ বিষয়ে জেনারেল রবার্ট নেলর বলেন, আমরা আশা করছি তদন্তে সহযোগিতার জন্য আরো অনেক নারী আর্ম ফোর্সের সদস্য সামনে এগিয়ে আসবে।

Share this content:

Back to top button