
এবিএনএ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর এ নির্বাচনের ভোটগ্রহণ নেয়া হবে। সোমবার বিকালে নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ। ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ নভেম্বর থেকে মনোনয়ন দাখিল শুরু হবে। শেষ হবে ২৪ নভেম্বর। ২৬ থেকে ২৭ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। ২৮ থেকে ৩০ নভেম্বর মনোনয়নের বিরুদ্ধে আপিল এবং ১ থেকে ৩ ডিসেম্বর আপিল নিষ্পত্তির সময় ধরা হয়েছে। এছাড়া ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার এবং ৫ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ইসির উপসচিব মনিরুজ্জামান তালুকদারকে। এছাড়া নয়জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে জানিয়ে সিইসি বলেন, ‘নির্বাচন নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে চোখ বন্ধ করে অ্যাকশন যেতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হবে।’ এক প্রশ্নের জবাবে রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে ইসি বদ্ধপরিকর। আমরা নির্বাচনের বিষয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করবো না। তবে নির্বাচন নিয়ে আস্থা-অনাস্থার বিষয়টি বিচার করবে জনগণ।’ সিইসি বলেন, ‘জিতলে নির্বাচন ভাল হয়েছে, আর হারলে নির্বাচন খারাপ হয়েছে- এই ধরনের সংস্কৃতি পরিবর্তন করতে হবে।’ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৫১৪ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪৭ হাজার ৮৭৮ জন। উল্লেখ্য, ২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে পরাজিত করে নাসিকের প্রথম মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভি।
Share this content: