জাতীয়বাংলাদেশ

নবাবপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এএসআই আহত

এ বি এন এ :  রাজধানীর নবাবপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. আনিসুর রহমান আনিস (৩০) নামে এক এএসআই আহত হয়েছেন।

আজ শনিবার সকাল ৯টার দিকে ফুলবাড়ী সুন্দরবন স্কোয়ার মার্কেটের সামেন এ ঘটনা ঘটে। পুলিশ কনস্টেবল আব্দুল মান্নান তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। আহত আনিস নবাবপুর পুলিশ ফাঁড়ির এএসআই পদে কর্মরত। তার ঘাড়ে ও মুখে তিনটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহত অবস্থায় তিনি পোশাক পরা ছিলেন। বংশাল থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, ঘটনা শুনেছি, কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Share this content:

Related Articles

Back to top button