আন্তর্জাতিকলিড নিউজ

ধর্মঘটে অচল কেনিয়ার বিমানবন্দর

এবিএনএ: কর্মীদের ধর্মঘটে অচল হয়ে পড়েছে কেনিয়ার চারটি প্রধান বিমানবন্দর; আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টার দিকে শুরু হওয়া এ ধর্মঘট প্রত্যাহার নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বিবিসি। জাতীয় বিমান সংস্থার সঙ্গে এবং বিমানবন্দরগুলোর একত্রীভূত করণের এক প্রস্তাবে কর্মীরা ওই ধর্মঘট শুরু করেন। রানওয়ে থেকে অগ্নিনির্বাপক গাড়ি, নিরাপত্তা কর্মী, ব্যাগ তল্লাশির কর্মীদের সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।

আন্দোলনকারীরা বলছেন, কর্তৃপক্ষের সিদ্ধান্ত বদল না হলে তারা ধর্মঘট চালিয়ে যাবেন। তবে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। পূর্ব আফ্রিকার সবচেয়ে বড় বিমানবন্দর বলে পরিচিত জমো কেনিয়াটা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬০টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। কোনও কোনও ফ্লাইট ছেড়েছে যাত্রী ছাড়াই।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রাজধানী নাইরোবির প্রধান বিমানবন্দরে সহিংসতা প্রতিরোধ ও আন্দোলনকারীদের দমাতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদেরকে টিয়ার গ্যাসও নিক্ষেপ করতে হয়েছে। কেনিয়ার পরিবহনমন্ত্রী জেমস মাসারিয়া জানান, কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্তের ফলে কেউ চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা নেই। ধর্মঘটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

Share this content:

Back to top button