এ বি এন এ : দাম্পত্যেরই একটি অত্যাবশ্যকীয় অংশ স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া। দুজন মানুষ একসঙ্গে থাকলে সম্পর্কের আকাশ কখনও রৌদ্রজ্জ্বল, কখনও মেঘলা হবেই। তবুও সামান্য ঝগড়া থেকেই অনেক সম্পর্ক ভেঙে যায়। এমনকী সুখী দাম্পত্যেও অশান্তি, মনোমালিন্য হয়েই যায়। কিন্তু সেই অশান্তি যেন চিরস্থায়ী না হয়, সেদিকে নজর রাখা উচিত দু’জনেরই। না, কোনও মনোবিদের কাছে যাওয়ার প্রয়োজন নেই। সুখী দাম্পত্যের চাবিকাঠি লুকিয়ে আছে পানীয়ে। একটি নতুন গবেষণায় পাওয়া গিয়েছে, যে সব দম্পতি সপ্তাহে অন্তত একবার একসঙ্গে পান করেন, সেই সব দম্পতির মধ্যে ঝগড়া, অশান্তি প্রায় হয়ই না। গবেষণায় দেখা গিয়েছে, পরিমিত অ্যালকোহল মন ভালো করে দেয়। এবং স্বামী-স্ত্রী দু’জনে একসঙ্গে পান করলে নিজেদের দোষ-ত্রুটি একে অপরের সঙ্গে খোলাখুলি আলোচনা করা যায়। ফলে সম্পর্ক মজবুত হয়। ইউনিভার্সিটি অফ মিশিগানের মনোবিদ কিরা বার্ডিটের কথায়, ‘আমরা বলছি না যে, মানুষ আরও মদ্যপান করুক। মদ্যপানে উত্সাহ দেওয়া এই গবেষণার উদ্দেশ্য নয়। কিন্তু দেখা যাচ্ছে, কোনও এক অজ্ঞাত কারণে যে সব দম্পতি একসঙ্গে বসে মদ্যপান করেন, তারা বেশির ভাগই সুখী দম্পতি।’ প্রায় ৩ হাজার দম্পতির উপর সমীক্ষাটি চালানো হয়।
Share this content: