বিনোদন

দশ লাখ ছাড়িয়ে গেল ‘লোকাল বাস’

এ বি এন এ : দেশীয় সংগী্তের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করলো মমতাজের ‘লোকাল বাস’ গানটি। ইউটিউবে গানটি প্রকাশের এক সপ্তাহের মাথায় এর দর্শক ভিউ দশ লাখ ছাড়িয়ে গেছে। ১০ সেপ্টেম্বর সকালে গানটির ভিউ দেখা যায় ১০ লাখ ৩ হাজার ৯ শত ৮১ জন। ‘বন্ধু তুই লোকাল বাস, ও বন্ধু তুই লোকাল বাস/আদর কইরা ঘরে তোলস, ঘাড় ধইরা নামাস’- মমতাজের গাওয়া এই গান এখন দেশীয় সংগীতাঙ্গনে অন্যতম আলোচিত বিষয়। জমকালো ভিডিওর সুবাদেই ‘লোকাল বাস’ শিরোনামের গানটি এখন শ্রোতাদের মুখে মুখে। মমতাজের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতায়োজক প্রিতম হাসান। তার সঙ্গে মিলে এটি সুর করেছেন লুৎফর হাসান। তিনি ও গোলাম রাব্বানী যৌথভাবে লিখেছেন এর কথা। গত ২ সেপ্টেম্বর রাত ৯টার পর গানচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ভিডিওটি। তানিম রহমান অংশু নির্মিত ৭ মিনিট ১০ সেকেন্ড ব্যাপ্তির ভিডিওটির প্রথম তিন মিনিটে দেখানো হয়েছে শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন। এ গানের মাধ্যমেই প্রথমবার মিউজিক ভিডিওর মডেল হলেন টয়া। নৃত্য পরিচালনা করেছেন খালেদ মাহমুদ। গত রোজার ঈদে ‘লোকাল বাস’ গানটির অডিও প্রকাশিত হয় গানচিল মিউজিক থেকে।

Share this content:

Related Articles

Back to top button