আন্তর্জাতিকলিড নিউজ

তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

এবিএনএ : তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ রবিবার স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে জানা গেছে। এই নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ছয়জন। মোট আটটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। বর্তমান প্রেসিডেন্ট  রিসেপ তাইয়েপ এরদোগান এবং কামাল আতাতুর্কের দল সিএইচপির প্রার্থী মুহাররেম ইনসের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।জনমত জরিপে প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগান এগিয়ে আছেন। তবে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে প্রতিপক্ষ প্রার্থীর সঙ্গে। এদিকে, বিশ্লেষকরা বলছেন, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)।

Share this content:

Related Articles

Back to top button