জাতীয়বাংলাদেশলিড নিউজ

ডিএসসিসির ৯০% বর্জ্য অপসারণ সম্পন্ন: মেয়র খোকন

এবিএনএ: ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯০ শতাংশ কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার দুপুরে বর্জ্য অপসারণ বিষয়ে করা সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সাঈদ খোকন বলেন, আমরা ঘোষণা দিয়েছিলাম ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করবো। সেই কাজ অনেকটাই সম্পন্ন করতে পেরেছি। আজ (বৃহস্পতিবার) ও আগামীকাল (শুক্রবার) নগরীর বিভিন্ন স্থানে পশু কোরবানি দেওয়া হবে। তাই যতক্ষণ পর্যন্ত বর্জ্য থাকবে ততক্ষণ পরিচ্ছন্নতা কর্মী মাঠে থাকবে। আমরা শতভাগ বর্জ্য অপসারণ করতে চাই। তিনি আরও বলেন, আমাদের ধারণা ছিলো ২০ হাজার মেট্রিকটন কোরবানির বর্জ্য হবে। এরই মধ্যে ১৫ হাজার মেট্রিকটন বর্জ্য অপসারণ করা হয়েছে। এই দুই দিনে যেসব পশু কোরবানি হবে, সেগুলো মিলিয়ে প্রায় ২০ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করে নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দেবো আমরা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, সুশীল সমাজের প্রতিনিধি স্থপতি মোবাশ্বের হোসেন, প্রাবন্ধিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।

Share this content:

Related Articles

Back to top button