আমেরিকা

ট্রাম্পের সান ডিয়েগো র‌্যালিতে সংঘর্ষ

এ বি এন এ : আবারো সংঘর্ষ হল ট্রাম্পের আারেকটি র‌্যালিতে। ক্যালিফোর্নিয়া প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে সান ডিয়াগোতে চলতি এক র‌্যালিতে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের সমর্থকদের সঙ্গে ট্রাম্পের বিরোধিতা কারী রিপাবলিকান সমর্থকদের মধ্যে পাথর ও বোতল ছোড়াছুড়ি হয়। এ ঘটনায় সেখানে যে কোন প্রকার সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ৩৫ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ।
এদিকে ৭ জুন ক্যালিফোর্নিয়া নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালিয়ে যাচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদ প্রার্থী দৌড়ে শামিল হওয়া ট্রাম্প। এরই মধ্যে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী হিসেবে তারা নাম উঠে আসলেও দলটির অধিকাংশ ডেলিগেটকে নিজের পক্ষ নিতে হবে নিউ ইয়র্কের এই ব্যবসায়ীকে।
এদিকে নির্বাচনী প্রচারণায় সান ডিয়াগো শহরে ট্রাম্প বলেন, অবৈধ অভিবাসীদের রুখতে মেক্সিকো বর্ডারে দেয়াল তুলে দিতে হবে।
তার এই বক্তব্যকে কেন্দ্র করে আবারো বিভক্তি দেখা দেয় রিপাবলিকানদের মধ্যে। তাদের বেশ কয়েকজন ট্রাম্পের এই বক্তব্যকে বিভেদ সৃষ্টিকারী ও বর্ণবাদী বলে অ্যাখ্যা দেন। অন্যদিকে ট্রাম্পের সমর্থকরা এর বিরোধিতা করে বলেন, ট্রাম্পের নেয়া পলিসিগুলো সঠিক আছে। আমাদের দেশের জন্য বর্তমানে একজন ব্যবসায়ী প্রেসিডেন্ট প্রয়োজন।

Share this content:

Related Articles

Back to top button