
এবিএনএ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, প্রতিটি ওয়ার্ডে আমাদের সন্তানদের খেলার মাঠের ব্যবস্থা করবো। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো হচ্ছে। বুধবার (১০ মার্চ) রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় নতুন খেলার মাঠ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ‘নির্বাচনের আগে ইশতেহারে বলেছিলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রতিটি ওয়ার্ডে শিশুদের জন্য উন্মুক্ত স্থান, খেলার মাঠ করতে চাই। তারই অংশ হিসেবে আমি এই খেলার মাঠ উদ্ভোধন করলাম।’ লক্ষ্মীবাজার এলাকায় ফাঁকা জায়গা নেই জানিয়ে তিনি বলেন, ‘আজকের এই লক্ষ্মীবাজার মাঠটি যদিও ছোট, তবুও আমরা এটা উদ্ধার করে মাঠ করে দিয়েছি।’
মেয়র বলেন, ‘আজ থেকে আমরা নতুন এক উদ্যোগ নিয়েছি, আমাদের চৌরাস্তাগুলোতে ট্রাফিকিং ব্যবস্থাপনাকে ঢেলে সাজাচ্ছি। আমরা আধুনিকায়নের কাজ করবো। ফ্লাইওভারের নিচের জায়গাগুলো দখল এবং অব্যবস্থাপনার মধ্যে রয়েছে, যেগুলো আমরা পর্যায়ক্রমে দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছি।’ মশা নিয়ন্ত্রণে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ‘আগের তুলনায় মশা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আগামীতে আরও নিয়ন্ত্রণে আসবে।’ মাঠ উদ্বোধনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
Share this content: