
এবিএনএ: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। গায়ানায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথমটি অনুষ্ঠিত হয় অ্যান্টিগায়। সিরিজের প্রথম টেস্টে এক ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১৬৬ রানে বড় পরাজয়ে বাংলাদেশের অসহায়ত্ব চরমভাবে ফুটে ওঠে। লংগার ভার্সনে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হলেও মাশরাফির অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগারবাহিনী। ক্যারিবিয়ানে ওয়ানডেতে বাংলাদেশের জয় আছে মাত্র তিনটি। সেটা ২০০৯ সালে, খর্বশক্তির উইন্ডিজদের বিরুদ্ধে। দুই দলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে আছে উইন্ডিজরা। ২৮ ম্যাচের সাতটিই জিতেছে তারা।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন এবং মুস্তাফিজুর রহমান।
Share this content: