খেলাধুলালিড নিউজ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

এবিএনএ: প্রথম ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য টাইগারদের। সেই লক্ষ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে শূন্য করে ফেলা ফজলে রাব্বি আছেন একাদশে। জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে তাদের খেলা সর্বশেষ ১১ ম্যাচে কোন জয় পায়নি। এছাড়া চট্টগ্রামের মাঠে তারা জয়ের স্বাদ পায়নি কখনো। এবার তাই তাদের সিরিজ বাঁচানোর লক্ষ্য। আর সেই লক্ষ্যে তারা এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে। দলে ফিরেছেন এলটন চিগুমবুরা।

চট্টগ্রামে শিশির কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া সর্বশেষ সাত দিবারাত্রীর ওয়ানডে ম্যাচের চারটিতে এখানে পরে ব্যাট করা দল জয় পেয়েছে। তাই টসে জয় বাংলাদেশের পক্ষে গেছে। বাংলাদেশ অধিনায়ক বল করার সিদ্ধান্ত নিতেও হয়তো খুব বেশি ভাবেননি।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মেহেদি মিরাজ, সাইফউদ্দিন, মাশরাফি মর্তুজা (অধি.), মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা (অধি.), ক্যাপহাস জহুয়া, ব্রেন্ডন টেলর, শেন উইলিয়ামস, সিকান্ডার রাজা, এলটন চিগুমবুরা, পিটার মুর, কাইল জারভিস, ব্রেন্ডন মাভুত, ডোনাল্ড ট্রিপানো, টেন্ডি সাতারা।

Share this content:

Related Articles

Back to top button