
এবিএনএ : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশের অভিযানের মধ্যে দুইজন নিহত হয়েছে। আজ রোববার ভোর থেকে উপজেলার এসবিকে ইউনিয়নের বজ্রাপুর গ্রামে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা সেখানে অভিযান শুরু করে। ঘটনাস্থলে থাকা ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, জেলা পুলিশ ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা শনিবার রাতে উপজেলার বজ্রাপুর গ্রামের এই বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে। গোলাগুলির মধ্যে বাড়ির ভেতরে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত দুই জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে একজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযান এখনও চলছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
Share this content: