বিনোদনলিড নিউজ

জানভির বেলি ড্যান্স ভাইরাল (ভিডিও)

এবিএনএ : বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুর দম্পতির মেয়ে জানভি কাপুর। গত বছর ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। সিনেমাটিতে জানভির বিপরীতে অভিনয় করেন অভিনেতা শহিদ কাপুরের ভাই ইশান কাট্টার। মুক্তির পর বক্স অফিসে সিনেমাটির সাফল্যের পাশাপাশি দর্শকের প্রশংসা কুড়িয়েছেন জানভি।

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানভির বেলি ড্যান্সের একটি ভিডিও ভাইরাল হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়— জানভির পরনে হাফপ্যান্ট। পনিটেইল স্টাইলে তার মাথার চুল বাঁধা। এরপর বেলি ড্যান্সে ঝড় তুলেন এই নায়িকা। ভিডিওটি গতকাল রোববার ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে পোস্ট করেন জানভি। ক্যাপশনে লিখেন, ‘উঞ্চ বেলি ড্যান্স। ড্যান্স দিওয়ানা। এই চ্যালেঞ্জের জন্য ধন্যবাদ শশাঙ্ক খাইতানকে।’

জানভির পরবর্তী সিনেমা ‘তখত’। তারকাবহুল সিনেমাটিতে আরো অভিনয় করছেন— অনিল কাপুর, কারিনা কাপুর খান, রণবীর সিং, আলিয়া ভাট, ভূমি পেডনেকার, ভিকি কৌশল প্রমুখ। এটি পরিচালনা করবেন করন জোহর।

দেখুন: জানভির বেলি ড্যান্স

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুন ২০১৯/শান্ত/ফিরোজ

Share this content:

Related Articles

Back to top button