
এবিএনএ : জঙ্গি আস্তানার সন্ধানে গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে এক ডাকাতকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বুধবার সকাল সাড়ে ৬টা থেকে কাউন্টার টেরোরিজম জেলা ইউনিট, জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ প্রথমে সদর উপজেলার মোল্লারচরে এই অভিযান শুরু করে। আট ঘণ্টার এ অভিযানে শুকুর আলী (৩৪) নামের এক ডাকাতকে গ্রেফতার করা হয়।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের অভিযান বেলা ২টায় সমাপ্ত ঘোষণা করা হয়েছে। অভিযানে মোল্লার চর এলাকা থেকে একজন দাগি ডাকাতকে গ্রেফতার করেছি। তবে কোনো জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়নি।
তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটার চরাঞ্চলে এ জঙ্গিবিরোধী অভিযান চালানো হয়।
এর আগেও গত বছরেও গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার দুর্গম চরাঞ্চলে অভিযান চালানো হয়। সে সময় জেলার চরাঞ্চল থেকে দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
Share this content: