আন্তর্জাতিকলিড নিউজ
চীনে কয়লা খনি ধস

এবিএনএ: চীনে একটি কয়লা খনির ছাদ ধসের ঘটনা ঘটেছে। এতে ২১ জন কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির উত্তরপশ্চিম শানশি প্রদেশে শনিবার ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম পিপলস ডেইলি রবিবার এক খবরে এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দেশটির শেনমু শহরের বাইজি মাইনিং কোম্পানি লিমিটেডের লিজিয়াগৌ খনিতে স্থানীয় সময় সাড়ে ৪টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় খনিতে ৮৭ জন কর্মী ছিলেন। এদের মধ্যে ২১ জন নিহত হন। ৬৬ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত চীনের কয়লা খনিগুলোতে ঘটা দুর্ঘটনার মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী। দেশটিতে কয়লা খনিতে নিরাপত্তার দুর্বল ব্যবস্থাপনার কারণে এসব দুর্ঘটনার কারণ বলে জানানো হয়েছে।
Share this content: