এবিএনএ : বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো মোবাইল ফোনে ভয়েস মেইল সার্ভিস। এখন থেকে কল করে আর রিসিভের জন্য অপেক্ষা করতে হবে না। প্রয়োজনীয় কথাটি রেকর্ড করে ব্যবহারকারীরা পাঠিয়ে দিতে পারবেন কাঙ্ক্ষিত মোবাইল নম্বরে। সোমবার বেলা ১২টায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে সেবাটির উদ্বোধন হয়। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় গণভবন থেকে একটি ভয়েস মেইল পাঠিয়ে সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ভয়েস মেইলে জয় বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো ভয়েস মেইল সার্ভিস চালু করার জন্য আমার অভিনন্দন, কৃতজ্ঞতা রইল। এ সময় জয় ছাড়াও ভয়েস মেইল পাঠান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। প্রথমবারের মতো এই সার্ভিস নিয়ে এসেছে টেলিফোন অপারেটর রবি। এছাড়াও টেলিটক থেকেও এ সেবা পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। এছাড়ও উপস্থিত ছিলেন রবির সিইও মাহতাব উদ্দিনসহ বিটিআরসি ও অন্যান্য মোবাইল অপারেটর কোম্পানির প্রতিনিধিরা। মাহতাব উদ্দিন জানান, এই সার্ভিসের জন্য বাড়তি চার্জ দিতে হবে না। একটি কল করতে যে চার্জ কাটতো, এখানেও সেই চার্জ করা হবে।
Share this content: