চলে গেলেন তিন শতাব্দীর সাক্ষী

এবিএনএ : বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি এম্মা মোরানো মারা গেছে। শনিবার ইতালির উত্তরাঞ্চলের শহর ভারবানিয়ার নিজ বাসায় ১১৭ বছর বয়সে তিনি মারা যান। এম্মা মোরানো ১৮৯৯ সালের ২৯ নভেম্বর ইতালির পিয়েডমন্ট অঞ্চলে জন্মগ্রহণ করেন। আনুষ্ঠানিকভাবে তিনিই ছিলেন ১৮শ’ শতাব্দীর সর্বশেষ মানুষ। এম্মা তিনটি শতাব্দীর পরিবর্তন নিজ চোখে দেখে গেছেন।
গত বছরের ২৯ নভেম্বর এম্মা ঘটা করে নিজের ১১৭তম জন্মদিন পালন করেন। ওই অনুষ্ঠানে নিজের দীর্ঘায়ু লাভে দিনে তিনটি করে ডিম খেতেন বলে জানান। এর মধ্যে এক সঙ্গে সকালে দুটি ওমলেট ও বিকালে একটি ডিম খেতেন। রাতে মুরগীর মাংস খেতেন। এছাড়া আর তেমন কিছু খেতেন না মোরানো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অ্যানিমিয়া ধরা পড়লে চিকিৎসকের পরামর্শে ডায়েট থেকে একটি ডিম কমিয়ে দেন এম্মা। এই ডায়েটই তিনি ৯০ বছর অব্যাহ রাখেন। সঙ্গে কিছু ফলমূল, সবজি ও বিস্কিট খাওয়া শুরু করেন।
১১৭তম জন্মদিনের অনুষ্ঠানে এম্মা
এম্মারা আট ভাই-বোন ছিলেন। তার আগেই সবার মৃত্যু হয়েছে। নিজের একমাত্র সন্তানও মারা গেছেন। এম্মা দুটি বিশ্বযুদ্ধ দেখেছেন। এছাড়া তিনি ইতালির ৯০টি সরকার ব্যবস্থার পরিবর্তন প্রত্যক্ষ করেছেন। অবশ্য এম্মা উত্তরাধিকার সূত্রে দীর্ঘায়ু পেয়েছেন। তার মা ৯১ বছর বয়সে মারা যান। আর তার বোনেরাও সবাই শত বছরের কাছাকাছি পর্যন্ত বেঁচে ছিলেন।
এম্মা মোরানো তার এই দীর্ঘায়ুর পেছনে জীবনের একটি সিদ্ধান্তকেও গুরুত্বপূর্ণ মনে করেছেন। ১৯৩৮ সালে বিয়ের পর তাদের ছেলে সন্তান হয়। ছয় মাস বয়সী সন্তান মারা যাবার পর স্বামীর সঙ্গে এক বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি একাই ছিলেন।
এম্মার ভাষ্যে, তার এই দাম্পত্য জীবন সুখকর ছিল না। কারণ তিনি একটি ছেলেকে ভালোবাসতেন, যে প্রথম বিশ্বযুদ্ধে মারা যায়। এরপর থেকে বিয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন তিনি। অবশ্য ১১২ বছর বয়সে লা স্ট্যাম্পা পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এম্মা মোরানো বিয়ের বিষয়ে বলেন, তার স্বামী তাকে বিয়ের আগে বলেছিলেন- ‘আমাকে বিয়ে করলে তুমি ভাগ্যবতী হবে, না হলে আমি তোমাকে মেরে ফেলব।’ ২৬ বছর বয়সে বিয়ে করেন তিনি। ১৯৩৮ সালে তার স্বামী তাকে ছেড়ে গেলেও আনুষ্ঠানিকভাবে ছাড়াছাড়ি হয়নি। তার স্বামী মারা যান ১৯৭৮ সালে।
যুক্তরাষ্ট্রভিত্তিক জিআরজি’র তথ্যে, বিশ্বে এখন সবচেয়ে প্রবীণ ব্যক্তি জ্যামাইকার ভায়োলেট ব্রাউন। তিনি ১৯০০ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন।
Share this content: