অর্থ বাণিজ্যজাতীয়বাংলাদেশলিড নিউজ

চলতি বছরে নতুন ১০ লাখ করদাতা : অর্থমন্ত্রী

এবিএনএ : চলতি অর্থবছরে নতুন ১০ লাখ নিবন্ধিত করদাতা আয়করের আওতায় আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন রাজস্ব ভবনে আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, অর্থবছরে চারমাসে ইতোমধ্যে সাড়ে তিন লাখ নতুন করদাতা হয়েছে। এবং বর্তমানে ১৩ লাখের মতো করদাতা আয়কর দেন।
সবমিলিয়ে চলতি বছর শেষে নিবন্ধিত করদাতা ২৫ লাখ হবে বলেও আশা প্রকাশ করেন। মঙ্গলবার রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। চলতি সপ্তাহেই যেকোনো চারদিন জেলা শহরগুলোতেও এই মেলা চলবে।

Share this content:

Related Articles

Back to top button