জাতীয়বাংলাদেশলিড নিউজ

গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য কাজ শুরু করেছে কমিশন : সিইসি

এবিএনএ : গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেন, সব দলের অংশগ্রহণের ক্ষেত্র তৈরি করছি। আজ সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এ কথা বলেন।

সিইসি আরো বলেন, ‘গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। ’ তিনি বলেন, পর্যায়ক্রমে ১০ কোটি ১৭ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হবে। স্মার্ট কার্ড সবচেয়ে গ্রহণযোগ্য প্রযুক্তি। এতে ৩০টির মতো তথ্য থাকবে। নুরুল হুদা বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত আমরা সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করেছি। সামনে যে নির্বাচন পরিচালনা করার পরিকল্পনা, সেগুলোও আশা করি ভালোভাবে হবে। আশা করি, আমাদের কার্যক্রম ভালো হবে। আর যদি ভালো হয় তাহলে আমার বিশ্বাস সব রাজনৈতিক দল নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখবে। ’

তিনি আরও বলেন, ‘ভোটাররা যাতে ভোটকেন্দ্রে আসতে পারেন, সে রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেট যাঁরা আছেন, তাঁদের তৎপর রাখা হবে। যাতে কোনো রকমের কারচুপি না হয়। ভোট দিয়ে নিরাপদে ফিরে যেতে পারেন, এ রকম পরিবেশ তৈরির কাজ করছি। ’ মাগুরার মতো বিতর্কিত নির্বাচনের আশঙ্কার বিষয়ে সিইসি বলেন, ‘অবশ্যই ব্যতিক্রম হবে। সেটা ছিল একটা পরিস্থিতি। সব পরিস্থিতি তো সব সময় এক রকম থাকে না। আমাদের সময়ে নির্বাচন পরিস্থিতি তেমন হবে বলে আমার মনে হয় না। কারণ সব দল অংশগ্রহণ করলে নির্বাচন পরিস্থিতি আর তেমন হবে না। ’

আগামী সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক দলের সঙ্গে যেসব ইস্যু নিয়ে আমাদের আলোচনা দরকার, সেগুলো নিয়ে কথা বলতে আরও কিছুদিন সময় লাগবে। তবে কীভাবে রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ হবে-এসব বিষয় নিয়ে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করব। আর রাজনৈতিক দলগুলোর পরামর্শ যদি থাকে, তারা যদি আমাদের দেয়, আমরা স্বাগত জানাব। ’

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, ‘কুমিল্লায় সেনাবাহিনী থাকার আপাতত প্রয়োজন নেই। যদি আমাদের কাছে প্রয়োজন মনে হয়, তাহলে সেনাবাহিনী আসবে। এ জন্য তাদের (সেনাবাহিনী) প্রস্তুত থাকতে বলা হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে যাঁরা কাজ করবেন, তাঁদের সঙ্গে সভা করেছি। তাঁরা আশ্বস্ত করেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে তাঁদের নিয়ন্ত্রণে থাকবে। নিরাপদে যাতে সবাই ভোট দিতে পারেন এবং ভোট দিয়ে ফিরে যেতে পারেন, সে ব্যবস্থা করব। ’

জেলা প্রশাসক মো. সামশুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ, এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম ও উপপরিচালক আবদুল বাতেন। এতে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

Share this content:

Related Articles

Back to top button