অর্থ বাণিজ্যবাংলাদেশলিড নিউজ
গ্যাসের দাম আমি বাড়াইনি: অর্থমন্ত্রী

এবিএনএ : বাজেটে গ্যাসের দাম বাড়ানো হয়নি বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনের পর এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। ব্যাংক ডিপোজিট থেকে আবগারী শুল্ক কর্তনের বিষয়ে মন্ত্রী বলেন, ব্যাংকে যার ১ লাখ টাকার উপরে থাকবে তার থেকেই ট্যাক্স কর্তন করা হবে।’
তিনি আরও বলেন, ১ লাখ টাকা যার জমা থাকে আমাদের আর্থ-সামাজিক অবস্থায় তিনি গরীব নয়, সম্পদশালী। তাই তার থেকে ট্যাক্স নিতে অসুবিধা নাই।
ভিক্ষাবৃত্তি বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দেশে ভিক্ষুকের সংখ্যা এমনিতেই কম। আর এখন কিছু মানুষের বৃত্তি হচ্ছে ভিক্ষা। তারা যদিও স্বচ্ছল। তাদের এই বৃত্তি কখনোই বন্ধ হবে না।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের’ শীর্ষক ২০১৭-২০১৮ অর্থবছরের বাজের উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার প্রস্তাবিত বাজেটের ওপর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
Share this content: