বিনোদন

গোপন ছবি ফাঁস, অভিযোগ করতে যাচ্ছেন অ্যামি জ্যাকসন

এবিএনএ : সাইবার ক্রাইমের সাম্প্রতিকতম শিকার অ্যামি জ্যাকসন। ফোন হ্যাক করা হয়েছে বলে লন্ডন ও মুম্বাইয়ের সাইবার সেল ডিপার্টমেন্টে অভিযোগ জানাতে যাচ্ছেন তিনি। তার আরও অভিযোগ, তার ফোন হ্যাক করে তার ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ফাঁস করে দেওয়া হয়েছে।

অ্যামির অনুমান, ঘটনাটি ঘটে মুম্বাইয়ে। সেখান থেকে তিনি চেন্নাইয়ে আসার ফ্লাইট ধরার জন্য অপেক্ষা করছিলেন। মুম্বাইয়ে 2.0 ছবির শুটিং ছিল তার। হাতে খানিকটা সময় ছিল। তাই একটি মোবাইলের দোকানে ঢুকেছিলেন তিনি। অ্যামির অভিযোগ, সেখানেই তার ফোন হ্যাক করা হয়। ছবিগুলি ক্লাউড স্টোরে রাখা হয়। এরপর তিনি লন্ডনে চলে যান। সেখানে নিজের অ্যাকাউন্ট তিনি ব্যবহার করতে পারেননি। অথচ তিনি দেখেন তার কিছু ব্যক্তিগত ছবি সোশাল মিডিয়ায় আপলোড করা হয়েছে।   অ্যামি জানিয়েছেন, ঘটনাটি যখন তার চোখে পড়ে, তিনি অবাক হয়ে যান। লন্ডনের সাইবার সেলে তিনি অভিযোগ নথিভুক্ত করবেন।

Share this content:

Back to top button