জাতীয়বাংলাদেশলিড নিউজ

গৃহহীন সাঁওতালদের বাড়ি দেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

এবিএনএ : গাইবান্ধার গোবিন্দগঞ্জে যেসব সাঁওতালের নিজস্ব বাড়িঘর নেই, তাদের আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ঘরবাড়ি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 বুধবার দুপুরে সচিবালয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় আন্তঃমন্ত্রণালয় ‍বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- কোনো সাঁওতাল হোমলেস (গৃহহীন) থাকবে না।

কতজনকে বাড়িঘর নির্মাণ করে দেওয়া হবে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ২-১০টা যাই হোক, প্রয়োজন অনুযায়ী ঘরবাড়ি তৈরি করে দেওয়া হবে।

সরকার কোথায় আশ্রয়ন প্রকল্প করবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট বিভাগই সে ঘোষণা দেবে। কোথায় এসব বাড়িঘর তৈরি করে দেওয়া হবে, তা সংশ্লিষ্ট দপ্তরকে দেওয়া নির্দেশে বলা আছে।

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের বিরোধপূর্ণ জমি নিয়ে চিনিকলের শ্রমিক-কর্মচারী ও সাঁওতালদের সংঘর্ষ থামাতে পুলিশের গুলি চালানোর ঘটনা ঘটে। এতে তিনজন সাঁওতাল নিহত হন, আহত হন অনেকে।

Share this content:

Related Articles

Back to top button