বিনোদন

গণমাধ্যমের ওপর চটেছেন কারিনা

এ বি এন এ : চলিত বছরের শেষের দিকে সন্তানের মুখ দেখতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও সাইফ আলি খান। আর একে ঘিরেই কারিনা মাতৃত্বকালীন ছুটি ও আগামী প্রজেক্ট নিয়ে চলছে নানা আলোচনা।
আগামী ডিসেম্বরে মা হবেন কারিনা। তার আগামী ছবি ‌ ভীরে দি ওয়েডিং’ ছবির শুটিং ডিসেম্বরে করবেন বলে শোনা যাচ্ছে। মিডিয়া এ ধরনের খবর শুনে বিমর্ষ  হয়েছেন বেবো।
একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে গণমাধ্যমের এক হাত দেখে নিলেন কারিনা। তিনি বলেছেন, আমি অন্তঃসত্ত্বা, কোনো মৃত মানুষ নই।
কারিনা বলেছেন, সন্তান হওয়া পৃথিবীর একটি স্বাভাবিক নিয়ম। তাই আমি যা তা থেকে ভিন্ন কিছু বানানোর চেষ্টা করবেন না। তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জাতীয় ক্ষতির কারণের মতো ইস্যু বানানোয় গণমাধ্যমের ওপর বিরক্ত তিনি।
কারিনা বলেছেন, আমার সাথে ১৮টি ব্রান্ডের চুক্তি হয়েছে। আগামী মাসগুলোতে এগুলো শুটিং করব। বিয়ে কিংবা সন্তান আমার ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে না।

Share this content:

Back to top button