জাতীয়বাংলাদেশলিড নিউজ

ইভিএম হ্যাক করতে পারলে ১ লাখ টাকা পুরস্কার

এবিএনএ: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যদি কেউ হ্যাক করতে পারে তবে তাকে এক  লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও আইডিইএ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। আজ শনিবার সকালে ময়মনসিংহ শহরের টাউন হলে ইভিএম প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘ইভিএমে ভোট দেওয়ার সময় কোনো ইন্টারনেট সংযোগ ব্যবহার করা হয় না। স্মার্টকার্ড, আঙুলের ছাপ, এনআইডি অথবা ভোটার নম্বর দিয়ে অফলাইনে ভোট দেওয়া হয়। এই ইভিএম যদি কেউ হ্যাক করতে পারেন, তাহলে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।’ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। এতে আরও বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এইচএম লোকমান, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হারুন অর রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুব আলম শাহ প্রমুখ।

Share this content:

Back to top button