বাংলাদেশরাজনীতিলিড নিউজ

ইউনেস্কোর নিষেধাজ্ঞা আমরা অতিক্রম করেছি : ওবায়দুল কাদের

এবিএনএ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র নিয়ে যা সত্য, দিবালোকের মতো পরিষ্কার, সেটাই আমরা বলেছি। মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজানো বিএনপির পুরনো অভ্যাস।

তিনি বলেন, ‘আমাদের তো হাজার হাজার কর্মীকে তারা হত্যা করে রক্তের স্রোত বইয়ে দিয়েছিল। আমাদের কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে। ‘

তিনি আরও বলেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র একেবারেই নির্মাণ করা যাবে না বলে ইউনেস্কোর যে নিষেধাজ্ঞা ছিল সেটা আমরা অতিক্রম করেছি। এখন বিদ্যুৎকেন্দ্র করা যাবে। তবে ইউনেস্কোর ছোট ছোট কিছু শর্ত আছে। দেশ, জনগণ ও পরিবেশের স্বার্থে এগুলো আমরা সংশোধন করে নেব। মন্ত্রী আজ খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেওয়ার আগে যশোরের রাজারহাটে তিনি এসব কথা বলেন।

Share this content:

Related Articles

Back to top button