
এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের বিরুদ্ধে আবারও সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ এনে দেশটিকে এ ধরনের কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ আহ্বান জানান ট্রাম্প।
এদিকে কাতার এবং এর উপসাগরীয় আরব প্রতিবেশীদের মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েনের সৃষ্টি হয়েছে, তা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে রাশিয়া।
ওয়াশিংটনে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উপসাগরীয় আরব দেশগুলোকে কাতারের ওপর থেকে অবরোধ শিথিল করার আহ্বান জানান। টিলারসনের মীমাংসা-চেষ্টার ওপর প্রেসিডেন্টের এ কঠোর অবস্থানের প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘দুঃখজনকভাবে কাতার ঐতিহ্যগতভাবে খুব উঁচু পর্যায়ে সন্ত্রাসের তহবিল জুগিয়ে আসছে।’ দোহার উদ্দেশে তিনি বলেন, ‘মানুষকে অন্যদের হত্যা করতে শেখানো বন্ধ করুন…আমরা আপনাদের বিভিন্ন দেশের সঙ্গে ঐক্যবদ্ধ অবস্থায় দেখতে চাই।’
জঙ্গিবাদে সহায়তার অভিযোগ তুলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিসর ও বাহরাইন গত সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এবং সব ধরনের যাতায়াত বন্ধ করে দেয়। তবে কাতার কট্টর ইসলামপন্থী কার্যক্রম সমর্থনের অভিযোগ অস্বীকার করেছে।
ইতিমধ্যে কুয়েত মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। আর জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েলও কাতারের ওপর থেকে সামুদ্রিক এবং আকাশপথের অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
সৌদি আরব বলেছে, অবরোধ থেকে রেহাই চাইলে কাতারকে অবশ্যই ফিলিস্তিনি কট্টর ইসলামপন্থী সংগঠন হামাস এবং মিসরের কট্টরপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।
কাতার বৃহস্পতিবার বলেছে, তারা ‘সফল এবং ইতিবাচক পরিবর্তনশীল’ বলেই একঘরে হয়েছে।
আলোচনার আহ্বান রাশিয়ার
বার্তা সংস্থা এএফপি জানায়, মস্কো সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি গতকাল শনিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় লাভরভ বলেন, ‘আমাদের অংশীদারদের মধ্যকার সম্পর্কের এই অবনতির পরিস্থিতিতে আমরা খুশি হতে পারছি না।’ তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে রাশিয়া। সংকট নিরসনে সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব, তার সবটুকু দিয়ে রাশিয়া চেষ্টা করতে প্রস্তুত রয়েছে।
Share this content: