খেলাধুলালিড নিউজ

আমরা সুযোগ হাতছাড়া করেছি : মাশরাফি

এবিএনএ : ভারতের কাছে ৯ উইকেটে হেরে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। খেলা শেষে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, সেমিফাইনালে ওঠায় তিনি গর্বিত। তবে ভারতের ম্যাচে মানসিকভাবে আরও শক্ত থাকতে হতো। তামিম-মুশফিক ভালো খেলেছেন। অন্যরা একটু সহযোগিতা করতে পারলে ভালো হতো। ২০১৯ বিশ্বকাপ ইংল্যান্ডে। মাশরাফি যতদিন উপভোগ করেন খেলে যাবেন। তরুণদের জন্য অনেক শেখার এই টুর্নামেন্ট বলে জানান মিস্টার ক্যাপ্টেন। উইকেট অনুযায়ী দলীয় সংগ্রহ কম হয়ে গেছে। ম্যাচ শুরুর আগে মাশরাফি বলেন, দলের সবাইকে সেরাটা দিতে হবে।  মাশরাফি সংবাদ সম্মেলনে বলেন, আমরা একটা পর্যায়ে (তামিম-মুশফিক জুটি) খেলাটা হাতে এনেছিলাম; কিন্তু সুযোগ হাতছাড়া হয়ে যায়। পুরো টুর্নামেন্টে অনেক ভালোলাগা আছে।

একাদশ নির্বাচনে কোনো সমস্যা নেই বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, ম্যাচ হারলে এই প্রসঙ্গ চলে আসে। আমার একাদশে কোনো সমস্যা ছিল না। ব্যাটিংয়ে আরও রান করলে বোলিং আরও ইফেক্টিভ হতো। ২৬৪ রান করে যেভাবে বল করা দরকার তেমন হয়নি। আমাদের বেস্ট স্পিনার সাকিব ছিলেন।ইংল্যান্ডে টস গুরুত্বপূর্ণ। তবে রান করতে হবে বলে মনে করেন মাশরাফি। রান না করলে আইসিসির ইভেন্টে ভালো করা কঠিন। ভারত পরে ব্যাট করেছে। ওই সময় উইকেট পুরো ফ্ল্যাট হয়ে গেছে। তবে টসের দোহাই দিয়ে কোনো লাভ নেই।তরুণদের খেলায় আশাবাদী মাশরাফি। তিনি মনে করেন যদি তাদের বিকল্প পাওয়া যায় তো ভালো; কিন্তু এরাই তো আগের ম্যাচ জিতিয়েছে। তাই এমন পরিবর্তনের পক্ষে নন মাশরাফি। খেলোয়াড় পারফর্ম না করলে বাদ পড়তে পারে। তবে তরুণদের সুযোগ দিতে হয়। মাশরাফি মনে করেন, এই তরুণরা সামনে আরও শক্তিশালী হয়ে ফিরবে। মাশরাফি ২০১৯ বিশ্বকাপ প্রসঙ্গে বলেন, আমি মনে করি এই দল সামনের বিশ্বকাপে ভালো করবে। আমাদের উচিত নার্সিং করা।

Share this content:

Related Articles

Back to top button