বিনোদনলিড নিউজ

আবারও ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী জেনিফার

এবিএনএ : দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর আবারও ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোন। জেনিফার অ্যানিস্টোনকে সর্বশেষ পুরোদস্তুর ছোট পর্দায় দেখা গিয়েছিল ২০০৪ সালে, টেলিভিশন ধারাবাহিক ‘ফ্রেন্ডস’-এ। তুমুল জনপ্রিয়তা পাওয়া ওই ধারাবাহিকে র‌্যাচেল গ্রিনের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান জেনিফার। ‘ফ্রেন্ডস’ শেষ হওয়ার পর গত এক যুগেরও বেশি সময় মূলত চলচ্চিত্র নিয়েই ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। তবে ছোট পর্দার জন্য সময় বের করতে না পারলেও মাঝের এই সময়টাতে ‘থার্টি রক’ ও ‘কোগার টাউন’ নামের দুটি ধারাবাহিকে অতিথি চরিত্রে অবশ্য দেখা গিয়েছিল তাকে।

দ্য হলিউড রিপোর্টারের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ছবিওর একটি নতুন ধারাবাহিকের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জেনিফার। তবে নতুন যে টেলিভিশন ধারাবাহিকটির জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন তার নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে ধারাবাহিকটি সকালের দিকে প্রচারিত হতে পারে। এতে তার সঙ্গে থাকছেন আরেক হলিউড তারকা রিজ উইদারস্পুনও।

Share this content:

Back to top button